অ্যান্ড্রয়েড ফোনের চার্জার নষ্ট? জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়... : android phone er chargar nosto? jene nin ki korben...

বর্তমান সময়ে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা একটি বড় সমস্যা।ফোনের সাথে দেয়া চার্জার টি একবার নষ্ট হলেই চার্জার নিয়ে ঝামেলা শুরু।কোন কোম্পানির চার্জার কিনবেন,সেটা ভাল না কি খারাপ এটা বোঝার উপায় নেই।ফলে প্রায়ই চার্জার কিনে ঠকতে হয়।এক্ষেত্রে আপনাদের পরামর্শ দিতে চাই।কারণ আমি নিজেও এর ভুক্তভোগী ছিলাম।
এক্ষেত্রে দুটি উপায় আছে। একটি হল আপনি বিকল্প হিসেবে মাল্টিপ্লাগ কিনতে পারেন, অপরটি হল আপনি চাইলে নতুন চার্জার কিনতে পারেন।
নিচে ছবি সহ বিস্তারিত লেখা হল।

১। এনার্জি প্যাক (Energypac) কোম্পানির মাল্টিপ্লাগঃ



এটি বাংলাদেশী কোম্পানি ৩ টি সকেট সহ দুটি ইউএসবি পোর্ট আছে। ক্যাবলটি প্রায় ২ মিটার লম্বা।আপনাকে প্রথমেই এটার কথা বলছি কারন এটি দেশি কোম্পানি। ওয়ারেন্টি সহ যেকোনো সমস্যা হলে আপনি দেশেই এই সেবা পাবেন,দাম ও হাতের নাগালে। মোটামুটি ৭৫০-৮০০ টাকার মধ্যে আপনি এ ধরনের মাল্টিপ্লাগ পাবেন।
আর এফ এল কোম্পানির ক্লিক (CLICK) মাল্টিপ্লাগে ও একই সুবিধা পাবেন।

২।  Huntkey কোম্পানির মাল্টিপ্লাগঃ


এটি চায়না কোম্পানি।বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিবিউটর এর মাধ্যমে এর ব্যবসা চলমান। এটির ক্যাবল প্রায় ৩ মিটার লম্বা, ৪ টি প্লাগ ও দুটি ইউ এস বি পোর্ট আছে। এর ওয়ারেন্টি ২ বছর। কিন্তু সমস্যা হল এটি দেশি কোম্পানি নয়।তাই কোন সমস্যা হলে ওয়ারেন্টি জনিত ঝুঁকি থেকেই যায়। এর দামটা একটু বেশি, প্রায় ৮০০-১০০০ টাকা।

৩। চার্জার (Active Telecom):

 
এটি চায়না কোম্পানি। দেশে বিভিন্ন ডিস্ট্রিবিউটর এর মাধ্যমে এই কোম্পানির চার্জার বিক্রি করা হয়। মোটামুটি ভাল কাজ করে। ওয়ারেন্টি ৬ মাস এর মত, দামও কম। মাত্র ২৫০-৩৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে দেশি কোম্পানি না হওয়ায় ওয়ারেন্টি জনিত ঝুঁকি থেকেই যায়।

আশা করি এর যেকোনো একটি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং ভুয়া চার্জার কেনার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।