যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা তে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে।এটা নিয়ে অনেকে কনফিউজড থাকেন।কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন সংখ্যা লেখা।এই লেখাটি পড়ার পর আশা করি, সীমান্তবর্তী জেলা ও তাদের সংখ্যা নিয়ে আর কোন আশংকা থাকবে না।তাই ম্যাপ নিয়ে বসে পড়ুন আর মিলিয়ে নিন।
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২ টি।
মিয়ানমার এর সাথে বাংলাদেশের ৩ টি সীমান্তবর্তী জেলা রয়েছে, যেগুলো হল - রাঙ্গামাটি,বান্দরবান এবং কক্সবাজার।
রাঙ্গামাটি; ভারত ও মায়ানমার দুটি দেশের সাথে সংযুক্ত।
এছাড়া বিভিন্ন বিভাগে সীমান্ত সংলগ্ন জেলার সংখ্যা নিম্নরূপ -
১। রংপুর বিভাগ - ৬ টি
২। রাজশাহী বিভাগ - ৪ টি
৩। খুলনা বিভাগ - ৬ টি
৪। ময়মনসিংহ বিভাগ - ৪ টি।
৫। সিলেট বিভাগ - ৪ টি।
৬। চট্টগ্রাম বিভাগ- ৬ টি।
ঢাকা জেলার সাথে ভারত বা মায়ানমার কোন দেশেরই সীমান্তবর্তী জেলার সংযোগ নেই।
তাহলে ভারতের সাথে বাংলাদেশের জেলার সংখ্যা ৩০ টি এবং মায়ানমার এর সাথে ৩ টি । আর দুটি দেশের সাথে সংযুক্ত আছে এমন একটি জেলা হল রাঙ্গামাটি।
সুতরাং, মোট সীমান্তবর্তী জেলা - ৩২ টি।
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২ টি।
মিয়ানমার এর সাথে বাংলাদেশের ৩ টি সীমান্তবর্তী জেলা রয়েছে, যেগুলো হল - রাঙ্গামাটি,বান্দরবান এবং কক্সবাজার।
রাঙ্গামাটি; ভারত ও মায়ানমার দুটি দেশের সাথে সংযুক্ত।
এছাড়া বিভিন্ন বিভাগে সীমান্ত সংলগ্ন জেলার সংখ্যা নিম্নরূপ -
১। রংপুর বিভাগ - ৬ টি
২। রাজশাহী বিভাগ - ৪ টি
৩। খুলনা বিভাগ - ৬ টি
৪। ময়মনসিংহ বিভাগ - ৪ টি।
৫। সিলেট বিভাগ - ৪ টি।
৬। চট্টগ্রাম বিভাগ- ৬ টি।
ঢাকা জেলার সাথে ভারত বা মায়ানমার কোন দেশেরই সীমান্তবর্তী জেলার সংযোগ নেই।
তাহলে ভারতের সাথে বাংলাদেশের জেলার সংখ্যা ৩০ টি এবং মায়ানমার এর সাথে ৩ টি । আর দুটি দেশের সাথে সংযুক্ত আছে এমন একটি জেলা হল রাঙ্গামাটি।
সুতরাং, মোট সীমান্তবর্তী জেলা - ৩২ টি।