বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? : How many districts are located near border area of Bangladesh?

যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা তে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে।এটা নিয়ে অনেকে কনফিউজড থাকেন।কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন সংখ্যা লেখা।এই লেখাটি পড়ার পর আশা করি, সীমান্তবর্তী জেলা ও তাদের সংখ্যা নিয়ে আর কোন আশংকা থাকবে না।তাই ম্যাপ নিয়ে বসে পড়ুন আর মিলিয়ে নিন।
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২ টি।
মিয়ানমার এর সাথে বাংলাদেশের ৩ টি সীমান্তবর্তী জেলা রয়েছে, যেগুলো হল - রাঙ্গামাটি,বান্দরবান এবং কক্সবাজার।
 রাঙ্গামাটি; ভারত ও মায়ানমার দুটি দেশের সাথে সংযুক্ত।
এছাড়া বিভিন্ন বিভাগে সীমান্ত সংলগ্ন জেলার সংখ্যা নিম্নরূপ -
১।  রংপুর বিভাগ - ৬ টি
২। রাজশাহী বিভাগ - ৪ টি
৩।  খুলনা বিভাগ - ৬ টি
৪। ময়মনসিংহ বিভাগ - ৪ টি।
৫। সিলেট বিভাগ - ৪ টি।
৬। চট্টগ্রাম বিভাগ- ৬ টি।
ঢাকা জেলার সাথে ভারত বা মায়ানমার কোন দেশেরই সীমান্তবর্তী জেলার সংযোগ নেই।
তাহলে ভারতের সাথে বাংলাদেশের জেলার সংখ্যা ৩০ টি এবং মায়ানমার এর সাথে ৩ টি । আর দুটি দেশের সাথে সংযুক্ত আছে এমন একটি জেলা হল রাঙ্গামাটি।
সুতরাং, মোট সীমান্তবর্তী জেলা - ৩২ টি।